মহান মে দিবসে খানাদানা স্ববেতনে ছুটির দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি
খানাদানা বেতনসহ মহান মে দিবসে ছুটি কার্যকর করার দাবিতে জেলা প্রশাসক বরাবর সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি প্রদান। ১৭ এপ্রিল সকাল ১১টার সময় জেলা প্রশাসকের অনুপস্থিতে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: আনোয়ার উজ জামান।
এসময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি মো. ছাদেক মিয়া, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী, বন্দর বাজার আঞ্চলিক কমিটির সভাপতি মো. শাহাবউদ্দিন, বাবনা আঞ্চলিক কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন, জিন্দাবাজার আঞ্চলিক কমিটির সহ-সাধারণ সম্পাদক সায়মন আহমদ সহ প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস সারাবিশ্বের শ্রমিক শ্রেণির ঐক্য ও সংহতি প্রকাশের দিন। মে দিবসের দিন হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকদের ছুটি প্রদানের আইন থাকলেও হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকদেরকে আইনগত অধিকার হতে বঞ্চিত করা হয়। খানাদানা বেতনসহ মে দিবসের দিন মালিকরা শ্রমিকদের ছুটি দিতে নানা টালবাহানা করে থাকেন। সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মালিক, মালিক সমিতিসহ সরকারের বিভিন্ন দপ্তরে এ ব্যাপারে অবগত করলেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়না। সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্মারকলিপির অনুলিপি সরকারের বিভিন্ন দপ্তর সহ সিলেট জেলা মালিক সমিতি বরাবর প্রেরণ করা হয়। যার মধ্যে বিভাগীয় কমিশনার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মহা পরিচালক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহা-পরিদর্শক, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, উপ-পরিচালক, দি চেম্বার অব কমার্স সহ বিভিন্ন দপ্তর সমূহে প্রেরণ করা হয়।প্রেস বিজ্ঞপ্তি