অন্যান্যজাতীয়রাজনীতিসাহিত্য ও দর্শন

মাজারে হামলা, ভাংচুর, লুটতরাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের

গত বুধবার (০৮ জানুয়ারি ২০২৫) দিবাগত রাতে ময়মনসিংহ নগরীর কোতয়ালী থানার বিপরীতে শাহ সুফি সৈয়দ কালু শাহ’র ১৭৯ তম প্রয়াণ দিবসে আয়োজিত মিলাদ মাহফিল, দোয়া ও সামা কাওয়ালীর অনুষ্ঠানে বড় মসজিদ মাদ্রাসার ছাত্রদের হামলা ভাংচুর এবং পরবর্তি পর্বে কালু শাহ’র সমাধিস্থলে হামলা, ভাংচুর ও লুটতরাজের প্রতিবাদ জানিয়েছে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ।

সমাজ রূপান্তরের সভাপতি ইমতিয়াজ আহমেদ ও সাধারণ সম্পাদক মো: রেজাউল ইসলাম এক যুক্ত বিবৃতিতে বলেন, ময়মনসিংহ শহরে অবস্থিত বড় মসজিদ ও মাদ্রাসা এ অঞ্চলের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান। যার প্রতি রয়েছে সাধারণ ধর্মভীরু ধার্মিক মানুষের অগাত সম্মান, ভালোবাসা। মানুষ দু’হাত খুলে দান করেন এই প্রতিষ্ঠানে। অথচ আজ একটি স্বার্থান্বেষী উগ্রবাদী গোষ্ঠী ময়মনসিংহ বড় মসজিদ ও মাদ্রাসার সুনাম ক্ষুন্ন করছে। গত বুধবার (০৮ জানুয়ারি ২০২৫) দিবাগত রাত সাড়ে ১১ টায় শাহ সুফি সৈয়দ কালু শাহ’র ১৭৯ তম প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল ও সামা কাওয়ালীর অনুষ্ঠানে বড় মসজিদ মাদ্রাসার ছাত্ররা হামলা, ভাংচুর চালিয়েছে এবং পরবর্তিতে রাত ০৩ টার দিকে কালু শাহ’র সমাধিস্থলে হামলা, ভাংচুর ও লুটতরাজ চালিয়েছে এবং সমাধিস্থলের একাংশ ভেঙ্গে ফেলেছে।। যা কখনোই কাম্য মনে করেননি ময়মনসিংহবাসী।

তারা বলেন, বিভিন্ন মত, পথ, বিশ্বাসের সহাবস্থানের দীর্ঘ ঐতিহ্য রয়েছে ময়মনসিংহ শহরের। এ শহরের মানুষ মিলেমিশে সহাবস্থানে থাকতে পছন্দ করেন। সহাবস্থানের সে দীর্ঘ ঐতিহ্যের মূলে আঘাত হেনেছে একটি স্বার্থান্বেষী উগ্রবাদী গোষ্ঠী। এহেন পরিস্থিতিতে ময়মনসিংহবাসী আজ হতবাক, হতবিহ্বল, বিচলিত, ক্ষুদ্ধ। ধর্মীয় প্রতিষ্ঠানকে ঢাল হিসেবে অপব্যবহার করে কোন উগ্রবাদী গোষ্ঠীর অপতৎপরতা চালানোর অবকাশ নেই। তাই এ হামলা, ভাংচুর, লুটতরাজের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। অনতিবিলম্বে প্রশাসনের উদ্যোগে সৈয়দ কালু শাহ’র সমাধিস্থল পুন:মেরামত করতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি