ময়মনসিংহে জাতীয় শহীদ দিবস পালন
মহান মাওবাদী নেতা শহীদ কমরেড সিরাজ সিকদার-এর ৪৭তম মৃত্যুবার্ষিকীতে কমরেড মনিরুজ্জামান তারা, মোফাখ্খর চৌধুরী, কামরুল মাষ্টার, ডাঃ টুটু, আসাদ, এরাদ আলী, রাবেয়া বেলীসহ সকল শহীদ বিপ্লবীদের স্মরণে ‘জাতীয় শহীদ দিবস’ পালন উপলক্ষে নয়াগণতান্ত্রিক গণমোর্চা ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ২ জানুয়ারী বিকেলে ময়মনসিংহ রেলস্টেশন তাজমহল মোড়ে এক গণজমায়েত অনুষ্ঠিত হয়।
গণমোর্চার জেলা আহবায়ক আবুবকর সিদ্দিক রুমেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নয়াগণতান্ত্রিক গণমোর্চার নেতা আকাশ বিশ্বাস, বিপ্লবী শ্রমিক আন্দোলনের রহিমা বেগম, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের রকিব হোসাইন খান, কবি সরকার আজিজ প্রমুখ।
বক্তাগণ বলেন, সম্প্রসারণবাদী ভারতের দালাল আওয়ামী ফ্যাসিবাদের থাবা থেকে শ্রমিক, কৃষক, বস্তিবাসী কেউ রেহাই পাচ্ছে না। অনশনরত শ্রমিককে রাস্তায় মরতে হয়। একদিকে ডিজেলের দাম বৃদ্ধি অন্যদিকে উৎপাদিত পণ্যের দাম না পেয়ে অনিশ্চিত অন্ধকারে কৃষকের জীবন। অথচ শাসক দলের প্রশ্রয়ে চারদিকে চলছে লুটপাট। শ্বাসরুদ্ধকর এ পরিস্থিতিতে জনগণের মত প্রকাশের স্বাধীনতা, প্রতিবাদ করার অধিকার হত্যা-নির্যাতন চালিয়ে দমন করা হচ্ছে। বক্তারা দেশের সকল নিপীড়িত জনগণকে মুক্তির জন্য সিরাজ সিকদার প্রদর্শিত পথে অর্থাৎ সমাজতন্ত্র-কমিউনিজমের লক্ষে নয়া-গণতান্ত্রিক বিপ্লব এগিয়ে নেয়ার আহ্বান জানান । (প্রেস বিজ্ঞপ্তি)