জাতীয়

শহীদ মোমতাজ আলীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা

নান্দাইল প্রতিনিধিঃ মুশুলী উচ্চ বিদ্যালয়ের সাবেক বরেণ্য প্রধান শিক্ষক শহীদ মোমতাজ আলী স্যারের ৫০ তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২টার দিকে বিদ্যালয়ের মোমতাজ আলী হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যালয়ের আয়োজনে পবিত্র কুরআন খতম অনুষ্ঠিত হয়।

জানা গেছে, মুশুলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান ভুইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুশুলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল হক, মুশুলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ভূঁইয়া, মুশুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদি, মুশুলী ইউনিয়ন বিএনপি’র নেতা আবু তাহের, প্রভাষক শফিউদ্দিন মুকুল, সাংবাদিক মজিবুর রহমান ফয়সাল সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, একজন আদর্শ শিক্ষকের কখনও মৃত্যু হয় না। শহীদ মোমতাজ আলী স্যার তাঁর সততা, দক্ষতা, যোগ্যতা, দেশপ্রেম, ত্যাগের মহিমা ও নৈতিকতার মাধ্যমে ছাত্রদের মনোজগতে অমরত্বের বীজ বপন করে গিয়েছেন। মোমতাজ আলী তৎকালীন সময়ে মুশুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুশুলী উচ্চ বিদ্যালয় ও মুশুলী বালিকা বিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বিদ্যালয়ের অবকাঠামোগত ও শিক্ষার মান তার হাত ধরেই উন্নতি লাভ করেছিল। ১৯৭৪ সালের ২০ অক্টোবর একদল ঘাতক শহীদ মমতাজ আলীকে নির্মমভাবে হত্যা করে।#