সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আজ নৌযান শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ
আজ (১ ফেব্রুয়ারী) নৌযান শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ মিছিল সমাবেশের কর্মসূচি নেয়া হয়েছে। এ বিষয়ে ফেডারেশনের অফিস সচিব কর্তৃক একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রেরণ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বাংলাদেশের শ্রমিক অঙ্গণে আপসহীন ধারার লড়াকু সংগঠন হিসেবে নৌযান শ্রমিক ফেডারেশন একটি পরিচিত নাম। মালিকদের নির্মম শোষণ নিপীড়নের বিরুদ্ধে সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে সংগ্রাম করছে। ফলে এ সংগঠনকে নির্মুল করার জন্য সরকার ও মালিকরা ধারাবাহিক অপতৎপরতা চালিয়ে আসছে। বাংলাদেশ প্রতিষ্ঠার পর সবকয়টি সরকারই মালিকদের প্ররোচনায় সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়েছে। তার অংশ হিসেবেই ফেডারেশনের সভাপতি শাহ আলমের বিরুদ্ধে দেশ টিভির ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন প্রকাশিত হয়।
সংগঠনের বিরুদ্ধে সরকার ও মালিক গোষ্ঠীর দালালদের সকল ধরনের ষড়যন্ত্র-চক্রান্তকে ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে প্রতিহত করার দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আজ (১ ফেব্রুয়ারী) শনিবার বিকাল ৩ টায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি নেয়া হয়।
রাজধানীর গুলিস্তান থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শুরু করার কর্মসূচি নিয়েছে ফেডারেশনের পক্ষ থেকে। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি রয়েছে। কর্মসূচি তে ফেডারেশনের সকল নেতাকর্মী ও শ্রমিকদের অংশগ্রহণ করার আহবান জানানো হয়।