সরিষাবাড়ীতে পাগলা শিয়ালের কামড়ে ১০ জন আহত
সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার একাধিক গ্রামে পাগলা কুকুরের কামড়ে বেশ কয়েকটি গবাদী ও অন্ততঃ ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত ২৬-২৯ অক্টোবর মহাদান বাউসিসহ একাধিক গ্রামের ১০ জন মানুষ ও কয়েকটি গবাদী আহত হয়। আহত ব্যক্তিরা সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছে বলে জানা গেছে।
উপজেলা হাসপাতাল ও এলাকা সূত্রে প্রকাশ, ২৬ অক্টোবর হতে ২৯ অক্টোবর পর্যন্ত অন্ততঃ ১০ ব্যক্তি পাগলা শিয়ালের কামড়ে আহত হয়। আহতরা হলেন,মহাদান গ্রামের সাজাল খাঁনের ছেলে রশীদ খাঁন-৬০, মিরাজের ছেলে কাঞ্চন -৩০ ও ফরিদের ছেলে হাসান-১২, নাওগোলা গ্রামের মজিবর রহমানের স্ত্রী মরিয়ম বেগম-৪৫ ও আব্দুল গণির ছেলে মাসুদ রানা -৩৮, ইজারা পাড়া মিজানুর রহমানের ছেলে মুক্তা -২৬, ফুলার পাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে তোতা মিয়া-৬০, বাউসি মধ্যপাড়া গ্রামের শাহাজ উদ্দিনের ছেলে সেলিম -২২। তোতা মিয়া কুকুরের কামড়ে ও অন্যরা শিয়ালের কামড়ে আহত হয়। এ ছাড়াও বেশ কয়েকটি গবাদী পশুকে পাগলা শিয়াল কামড়িয়ে আহত করে। ২৯ অক্টোবর রাতে পাগলা শিয়ালকে পঞ্চপীর এলাকায় স্থানীয় জনতা পিটিয়ে মেরে ফেলেছে বলেও অপর একটি সূত্রে জানা গেছে।
এ বিষয়ে হাসপাতালে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক সকালের সময়কে বলেন, পাগলা শিয়ালের কামড়ে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন নেই বলেও ওই কর্মকর্তা উল্লেখ করেন।