হালুয়াঘাটে প্রধানমন্ত্রীর উপহারের আরও ৪০টি ঘর হস্তান্তর
আসন্ন ঈদ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মুজিববর্ষে ৩য় পর্যায়ে দুটি ইউনিয়নে আরও ৪০টি ঘর হস্তান্তর করা হয়। এ উপলক্ষে উপজেলা হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মাহমুদুল হক সায়েম, চেয়ারম্যান উপজেলা পরিষদ, মোঃ তৌহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি), মোঃ খায়রুল আলম ভূঞা, মেয়র হালুয়াঘাট পৌরসভা, মোঃ শাহিনুজ্জামান খান, অফিসার ইনচার্জ মোঃ আলাল উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোঃ আব্দুর রশিদ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, মোরশেদ আনোয়ার খোকন, বজলুর রহমান, ইউপি চেয়ারম্যানগণ ওয়ারিছ উদ্দিন সুমন, মোঃ আব্দুল মান্নান, মোঃ ছামাদুল ইসলাম ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাগণ,রাজনৈতিক নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ দুটি ইউনিয়নের উপকারভোগীগণ । প্রধানমন্ত্রীর দেয়া ব্রিফিংএর পর আনুষ্ঠানিকভাবে ৪০জন উপকারভোগীদের কাছে একের পর এক করে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন উপস্থিত নেতৃবৃন্দ । ঘরের চাবি হাতে পেয়ে উপকারভোগী বলেন, প্রধানমন্ত্রীর উপহার দেওয়া বিল্ডিং ঘরে এবার ঈদ করব, এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে।
মোঃ বাবুল হোসেন হালুয়াঘাট