হোসেনপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
হোসেনপুর প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (৬ অক্টোবর) র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের করা হয়। উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে গিয়ে র্যালিটি শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে ‘জন্ম মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন,এই প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহমুদ আলনূর
আকাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো : আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার মো: নূরুল ইসলাম, আড়াইবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন,শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফিরোজ উদ্দিন, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো : সাইদুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব জগাই, সাবেক পৌর কাউন্সিলর মিছবাহ উদ্দিন মানিক, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আখরুজামান, পৌরসভার স্বাস্থ্য সহকারী সৈয়দুজ্জামান উজ্জ্বল, হিসাব সহকারী হানিফ হাসান, জিহাদ পাঠান, বিল্লাল হোসেন ও আল আমিন প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,জনপ্রতিনিধি,হিসাব সহকারী ও উদ্যোক্তগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসের উপ- প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার বর্মন।